নাড়ির স্টেম সেল থেকে কৃত্রিম ত্বক
ভ্রূণের সঙ্গে গর্ভধারিণীর শরীরের সংযোগ স্থাপনকারী নালি বা নাড়ির স্টেম সেল থেকে ত্বককোষ তৈরি করেছেন স্পেনের একদল গবেষক। প্রচলিত পদ্ধতিতে স্টেম সেল থেকে ত্বককোষ তৈরিতে কয়েক সপ্তাহ সময় লাগে। তবে নতুন পদ্ধতিটি তুলনামূলক অনেক কম সময়ে কাজ করবে বলে জানিয়েছেন গ্রানাদা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন স্টেম সেলস ট্রান্সলেশন্যাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষকেরা জানান, তাঁরা নাড়ির নরম ও আঠালো অংশ থেকে অপরিণত স্টেম সেল সংগ্রহ করে তাকে মুখের ত্বককোষে রূপান্তরিত...
Posted Under : Health News
Viewed#: 37
আরও দেখুন.

